নেত্রকোনা: জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের ভাবনীকোনা হাওর থেকে মঙ্গলবার (১৮মে) বিকালে পরিচয়হীন ষাটোর্ধ এক বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান জানান, স্থানীয় এলাকাবাসী মঙ্গলবার দুপুর দুইটার দিকে ভাবনীকোনা হাওরের মাঝে এক ব্যক্তির গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে ফোন করে জানায়।
খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, রাত সাড়ে ৮টা পর্যন্ত অজ্ঞাত লাশের কোন পরিচয় জানা যায়নি। পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।
নয়ন বর্মন, নেত্রকোনা প্রতিনিধি